কুরআন মাজীদ নাঝিল হয়েছে মানুষ কে মুত্তাক্বী তৈরির জন্য। কুরআন মাজীদ এজন্যই নাযিল হয়নি যে মানুষ দুর্নীতিবাজ,অপরাধী, দুষ্কৃতিকারী হবে। অপরাধমুক্ত নিষ্কলুষ নির্ভেজাল নিষ্পাপ মানবিক মানুষে রুপান্তরিত হবে এই কুরআনের মাধ্যমে। সত্যিকার কুরআন আমলের প্রতি আমরা যদি আন্তরিক হয় তাহলে বৈষম্য মুক্ত, দুর্নীতিমুক্ত, অপরাধমুক্ত, সন্ত্রাসমুক্ত, জঙ্গি মুক্ত,মাদক মুক্ত, আদর্শ সমাজ বিনির্মাণ সম্ভব। নারীর প্রতি সহিংসতা ও নারীর নির্যাতন যেভাবে মহামারী আকার ধারণ করেছে তা থেকে উত্তরণের একমাত্র পথই হল কুরআনের ধান অনুযায়ী সকলেই চলতে শপথ করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজীদের আলোকে আমাদের জীবন যাপনের তৌফিক দিন আমিন।