#Dhakauniversity_Millatians ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন মিল্লাতিয়ান্স শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল।মিল্লাতের ইতিহাসে নতুন অধ্যায়। একই সাথে Dhaka universitys Millatian (সকল ক্যাম্পাস) সাবেক এবং বর্তমন শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল।
দীর্ঘদিন পর প্রিয় মুখগুলির সাথে দেখা মিলল। পূর্বেকার অধিকাংশ মিল্লাত বর্তমানে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি উচ্চ পদে নিয়োজিত রয়েছেন।আল্লাহ তাআলা মিল্লাত পরিবারকে কবুল করুন আমীন। দেশ, জাতি ও উম্মাহর খেদমতে বলিষ্ঠ অবদান রাখার সুযোগ দিন আমিন।