প্রশ্ন
কোনো ব্যক্তি যদি নামাযে অনিচ্ছাকৃতভাবে শুধু নিজে শুনতে পায় এতটুকু আওয়াজে কাউকে সালাম দেয় বা অন্য কোনো কথা বলে ফেলে তাহলে কি তার নামায ভেঙ্গে যাবে? দয়া করে জানালে উপকৃত হব।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
নামাযে কাউকে উদ্দেশ্য করে সালাম দিলে বা অন্য কোন কথা নিজে নিজে বললেও নামায ভেঙ্গে যাবে। চাই সেটা নিচু আওয়াজে এবং অনিচ্ছাকৃতই হোক না কেন। হযরত মুআবিয়া ইবনুল হাকাম সুলামী (রা.) থেকে বর্ণিত, নবী কারীম (সা.) ইরশাদ করেছেন-
إِنّ هَذِهِ الصّلَاةَ لَا يَصْلُحُ فِيهَا شَيْءٌ مِنْ كَلَامِ النّاسِ، إِنَّمَا هُوَ التّسْبِيحُ وَالتّكْبِيرُ وَقِرَاءَةُ الْقُرْآنِ.
নিশ্চয় নামাযে কথা বলার সুযোগ নেই। নামায তো কেবল তাসবীহ, তাকবীর এবং কুরআন তিলাওয়াত। (সহিহ মুসলিম, হাদিস: ৫৩৭)
-ফাতহুল কাদীর ১/৩৪৫; মাবসূত, সারাখসী ২/১১২; আলবাহরুর রায়েক ২/৮; বাদায়েউস সানায়ে ১/৫৪৫; হালবাতুল মুজাল্লি ২/৪২৪; আদ্দুররুল মুখতার ১/৬১৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم