আত্ম গঠন ও তাকওয়া অর্জনের মাধ্যম হলো সিয়াম। নৈতিকতার উপরে প্রতিষ্ঠিত মানবিক সমাজ প্রতিষ্ঠায় সিয়ামের গুরুত্ অপরিসীম। আসন চলনে বলনে ওঠা বসায় খাওয়া দাওয়া সার্বিক আচরণে আমরা মানবিক হয়ে সিয়ামের গুরুত্ব অনুধাবনের মাধ্যমে জান্নাতের জন্য নিজেদেরকে প্রস্তুত করি। আল্লাহ তাআলা কবুল করুন আমীন।