#ফিতরাহ_নগদটাকায় নির্ধারিত হয়েছে সর্ব নিম্ন ১১০/= এবং সর্বোচ্চ ২৮০৫ টাকা। অর্থাৎ কেউ আটা গম ধরে যদি দিতে চান তাহলে ১১০ টাকা করে, যবের দলর দিলে ৫৩০ টাকা, খেজুরের দামে দিলে ২৩১০ টাকা,কিসমিসের দামে দিলে,১৯৮০ টাকা পনিরের দামে দিলে ২৮০৫ টাকা। আজ সকাল ১১ টায় ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনি ইচ্ছা করলে সর্বোচ্চ তথা ২৮০৫ টাকা প্রতিটি নারী,পুরুষ, ছেলে-মেয়ে, শিশু-বাচ্চা, আপনার,কাজের লোক সবার পক্ষ থেকে জনপ্রতি আদায় করতে পারেন। আবার আপনি ইচ্ছা করলে সর্বনিম্ন তথা ১১০ টাকা হারেও আদায় করতে পারেন। এটি নির্ধারিত হয়েছে সারা দেশ থেকে বাজারদর যাচাই-বাছাই করে মধ্যবর্তী একটি দাম নির্ধারণের ভিত্তি
তে। আপনি ইচ্ছা করলে স্থানীয় বাজার দর অনুযায়ী নির্ধারিত মূল্য যাচাই করে ঠিক করতে পারেন। অপরদিকে “কুতুল বালাদ”প্রচলিত দেশীয় মসুর খাদ্য পণ্যের উপর ভিত্তি করে তথা আমাদের দেশের চাউলের দাম হিসাব করেও আপনি দিতে পারেন। অপরদিকে সরাসরি জব গম চাউল ইত্যাদি পরিমাপ করে তাও আদায় করতে পারেন টাকার পরিবর্তে। ইসলামী শরীয়ত সকল অপশন আপনাকে আমাকে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সামগ্রিক এবাদত কবুল করুন আমীন।