দাখিল পরীক্ষার্থী’২৫ এর ছাত্র-ছাত্রীদের আর বসে থাকার সময় নেই। রমজানের ছুটি শেষ হওয়ার পরপরই তথা ১০ এপ্রিল থেকে তাদের কেন্দ্রীয় পরীক্ষা শুরু হবে ইনশাআল্লাহ। তাই দাখিল পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের কে নিয়ে বিশেষ মতবিনিময় সভা ও সমাবেশের প্রয়োজন হল। পবিত্র রমাদানের শুরু থেকেই কঠোর সিয়াম সাধনার মধ্য দিয়ে যেন সকল শিক্ষার্থী ২৪ ঘন্টা রুটিন করে সময়ের সর্বোচ্চ সৎ ব্যবহার করতে পারে সে ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে।শ্রেণি শিক্ষক, বিষয়-শিক্ষক সহ সমস্ত ছাত্রদের নিয়ে শাখা ভিত্তিক গ্রুপ রয়েছে। তো গ্রূপসমূহের নিয়মিত আপডেট থাকতে হবে সবাইকে।নিয়মিত ক্লাস টিচারের সাথে যোগাযোগ রাখো এবং সপ্তাহে কমপক্ষে দুটি করে সাবজেক্ট পরীক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া দরকার অনলাইনে হলেও। শ্রেণী শিক্ষক এবং ক্লাস ক্যাপ্টেন সবাই যৌথভাবে উদ্যোগ নেবেন শ্রেণী শিক্ষকগণ আপনার সন্তানদেরকে নিয়মিত মনিটরিং করবেন ইনশাআল্লাহ,আর বাসার মধ্যে আপনি নিবিড় পরিচর্যা করবেন, সম্মানিত অভিভাবকবৃন্দ তাদের সন্তানদেরকে নিয়ে বিনিমিতা জামাতে যাওয়া এবং পড়ালেখার প্রতি নিবেই পরিচর্যা একান্ত গোপনে, শেষ রাতে খালিস দিলে আল্লাহর দরবারে একে অপরের জন্য বিশেষ দোয়া করতে হবে। তাহলে এর বারাকাহ সবাই পাব ইনশাআল্লাহ। সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনারা সব সময় মেহেরবানী করে খেয়াল রাখবেন আপনার সন্তানেরা যেন মোবাইল, বিভিন্ন ধরনের ডিভাইস গ্যাজেডের প্রতি আসক্ত হয়ে না পড়ে। এগুলো এখন আদৌ হাতে দেওয়া যাবে না এই মাস একটু কষ্ট করেন সবাই প্লিজ। তাহলে ভালো ফল পাওয়া যাবে ইনশাআল্লাহ। সব সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া একান্ত জরুরী,কোন সময় কারোর সাথে অসাদাচরণ ও অসৌজন্যমূল ব্যবহার করা যাবে না, আদৌ কারোর সাথে বেয়াদবি যাতে না হয় সে ব্যাপারে সদা সতর্ক থাকতে হবে। এটা কিন্তু আপনার ভালো ফলাফলের ব্যাপারে প্রভাব পড়তে পারে। আল্লাহ তাআলা আপনার আমার সন্তানদেরকে দ্বীনদার,আমানতদার,আমলদার হিসেবে কবুল করুন আমীন।