প্রশ্ন
আমি মসজিদ নির্মাণের জন্য আমার একটি জায়গা ওয়াক্ফ করেছি। জায়গাটি অনেক নিচু হওয়ার কারণে এখন সেখানে মসজিদ নির্মাণ করা যাচ্ছে না। তাই অস্থায়ীভাবে নামায চালিয়ে নেয়ার জন্য পার্শ্ববর্তী উচুঁ জায়গাতে একটি ঘর বানিয়েছি। এখন আমি জানতে চাচ্ছি, এ ঘরটিও সাধারণ মসজিদের মতই কি? এটাতে পাঞ্জেগানা নামায, জুমা, এতেকাফ সবকিছু আদায় করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
অস্থায়ীভাবে নামাযের জন্য যে ঘরটি বানিয়েছেন তা মসজিদ নয়। এভাবে কোনো জায়গায় দীর্ঘদিন নামায পড়লেও তা মসজিদ হবে না। আর পাঞ্জেগানা নামায ও জুমার জন্য যেহেতু মসজিদ শর্ত নয় তাই উক্ত ঘরটিতে জুমাসহ পাঁচ ওয়াক্ত নামায আদায় করা সহিহ। তবে এখানে ইতিকাফ সহিহ হবে না। কেননা ইতিকাফ সহিহ হওয়ার জন্য মসজিদ হওয়া শর্ত।
-আহাকামুল কুরআন জাস্সাস ১/২৪২; শরহুল মুনয়া পৃ. ৫৫১; ফাতাওয়া খানিয়া ৩/২৯০; রদ্দুল মুহতার ২/৪৪০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم