প্রশ্ন
হজ্বের পর যিয়ারতের উদ্দেশ্যে মদীনায় গিয়েছিলাম। এরপর সেখান থেকে ইহরাম না বেঁধেই মক্কায় চলে এসেছি। এবং দেশেও চলে এসেছি। এখন উপায় কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে মদীনা থেকে মক্কায় আসার সময় মীকাত থেকে ইহরাম করে আসা জরুরি ছিল। এক্ষেত্রে মক্কায় চলে আসলেও আপনার কর্তব্য ছিল, আবার কোনো মিকাতে ফিরে গিয়ে ইহরাম বেঁধে আসা। কিন্তু আপনি তা না করে ভুল করেছেন। সুতরাং আপনি যদি মক্কায় এসে কোনো উমরা না করে থাকেন তাহলে আপনাকে উক্ত উমরার কাযা করতে হবে। আপনি পুনরায় হারামাইনের সফরে গেলে ঐ উমরার কাযা করে নিবেন।
আর যদি আপনি মক্কায় এসে মীকাতের ভেতরের কোনো স্থান থেকে ইহরাম বেঁধে উমরা করে থাকেন তাহলে আপনাকে উমরার কাযা করতে হবে না। তবে এক্ষেত্রে মীকাত থেকে ইহরাম না বাঁধার কারণে জরিমানাস্বরূপ একটি দম দিতে হবে।
উল্লেখ্য, দম অর্থ এক বছর বয়সী ছাগল, ভেড়া বা দুম্বা যবাই করা। অথবা গরু, মহিষ বা উটের সাত ভাগের এক ভাগ কুরবানী করা।
আর এ দমের পশু মক্কার হেরেমের সীমানার ভেতরেই যবাই করা জরুরি। অতএব, মক্কায় অবস্থানকারী অথবা গমণকারী কারো মাধ্যমে সেখানেই তা জবাই করতে হবে।
-আহকামুল কুরআন জাস্সাস ২/৪৭৭; আলমুহীতুল বুরহানী ৩/৪১৩; আলমাবসূত, সারাখসী ৪/১৭১; ফাতাওয়া হিন্দিয়া ১/২৬১; আদ্দুররুর মুখতার ২/৫৭৯, ৬১৬; মানাসিক, মোল্লা আলী আলকারী পৃ. ৮৭, ৩৯৩; এলাউস সুনান ১০/৩৯৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم