প্রশ্ন
একবার আমার মা ভাবির উপর রাগ করে বলে ফেলেন, ‘আমার জন্য মুরগী হারাম’। কিন্তু অনেকদিন পর মা তার এই কথা ভুলে মুরগীর গোশত খেয়ে ফেলেন। আমি স্মরণ করিয়ে দিলে আবার খাওয়া বন্ধ করে দেন। প্রশ্ন হল, এভাবে কোনো কিছু হারাম করলে কি সত্যিই তা হারাম হয়ে যায়? হারাম হলে পুনরায় তা হালাল করার কোনো উপায় আছে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
কোনো হালাল বস্তুর ব্যাপারে তা আমার জন্য হারাম- এ ধরনের কথা বলা উচিত নয়। এবং এ কথা বলার কারণে তার উপর ঐ বস্তু হারাম হয়ে যায় না। তবে এর দ্বারা কসম সংঘটিত হয়। আর নিয়ম হল, এ ধরনের ক্ষেত্রে কসম ভেঙ্গে কাফফারা আদায় করে দেওয়া। অতএব আপনার মায়ের দায়িত্ব হল এখন নিজ কসমের কাফফারা আদায় করা। এবং এ কথা বলার কারণে মুরগীর গোশত খাওয়া থেকে বিরত না থাকা। আর কাফফারা হল, দশজন মিসকীনকে তৃপ্তি সহকারে দু’বেলা খানা খাওয়ানো বা এর মূল্য দিয়ে দেওয়া। অথবা তাদের প্রত্যেককে এক জোড়া করে কাপড় দেয়া। আর এ পরিমাণ আর্থিক সামর্থ্য না থাকলে লাগাতার তিনদিন রোযা রাখা।
-সূরা মায়েদা, আয়াত: ৮৯; সহিহ বুখারি, হাদিস: ৪৯১১; ফাতহুল কাদীর ৪/৩৬৫; তাবয়ীনুল হাকায়েক ৩/৪৩৮, ৪৩০; আলবাহরুর রায়েক ৪/২৯২, ২৮৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم