প্রশ্ন
আমি একজন ব্যবসায়ী। আমি আর আমার পার্টনার মিলে চাচ্ছি, আমরা বেহালা, তবলা, বাঁশি ইত্যাদি বাদ্যযন্ত্রের দোকান দিব। তাই জানতে চাচ্ছি, এই ব্যবসা করা জায়েয আছে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
না, বাদ্যযন্ত্রের বেচাকেনা ও ব্যবসা বৈধ নয়। কারণ, বেহালা, তবলা, বাঁশি ইত্যাদি বাদ্যযন্ত্রের ব্যবহার নাজায়েয। এগুলো বাজানো গুনাহ। এছাড়া এগুলো সরাসরি গানবাদ্যেই ব্যবহার হয়। তাই এর ব্যবসা সম্পূর্ণ নাজায়েয।
-মুসনাদে আহমাদ, হাদিস: ২৪৭৬; আলমুহীতুল বুরহানী ৯/৩৩৪; জাওয়াহিরুল ফিকহ ২/৪৪৭-৪৪৮; আদ্দুররুল মুখতার ৪/২৬৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم