প্রশ্ন
আমি শুনেছি যে, ব্যভিচারী নারীদের পবিত্র পুরুষদের জন্য হারাম করা হয়েছে। এমন একজন পুরুষ যে কখনও কোনো নারীর সাথে অপবিত্র সম্পর্ক করেনি, সজ্ঞানে কখনও ব্যভিচারে লিপ্ত হয়নি। এমন পুরুষের কাছে এমন এক নারীর পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসল, যে নারী অতীতে ব্যভিচারী ছিল। কিন্তু লোকমুখে শোনা যায়, বর্তমানে সেই নারী সম্পূর্ণভাবে পর্দা করে, দ্বীনের উপর চলে। এমতাবস্থায় সেই পুরুষের জন্য বিবাহের প্রস্তাবে রাজি হওয়া কি ঠিক হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ পুরুষের জন্য উক্ত নারীকে বিয়ে করা জায়েয হবে। ঐ নারী যেহেতু তাওবা-ইস্তিগফার করে ভালো হয়ে গেছে তাই কোনো সৎপুরুষের জন্য তাকে বিয়ে করতে দোষ নেই। কারণ পূর্বে গুনাহের কাজ করে থাকলেও তাওবা-ইসতিগফার করে পর্দা-পুশিদার সাথে শরিয়তসম্মতভাবে চললে সে সৎ নারীদের অন্তর্ভুক্ত হয়ে যায়।
উল্লেখ্য যে, পবিত্র পুরুষদের জন্য পূর্বে ব্যভিচারে লিপ্ত ছিল এমন নারীকে বিয়ে করা হারাম প্রশ্নের এ কথা ঠিক নয়।
-আলজামে লিআহকামিল কুরআন, কুরতুবী ১২/১১৩; আহকামুল কুরআন, জাস্সাস ৩/৩৬৪; আলজামেউস সগীর পৃ. ১৭৯; আদ্দুররুল মুখতার ৩/৫০; আলমুহীতুল বুরহানী ৪/১০৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم