প্রশ্ন
আমি একটা টিউশনির প্রস্তাব পেয়েছি। যে ছেলেকে পড়াতে হবে তার বাবা একটি সুদি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। আমার জানামতে এ চাকুরী ছাড়া তার অন্য কোনো আয় নেই। আমাদের মসজিদের ইমাম সাহেবকে বিষয়টি জানালে তিনি বললেন, এ টিউশনি করা জায়েয হবে না। বিষয়টি নিয়ে আমি খুব টেনশনে আছি। হুজুরের কাছে জানতে চাই, আমি যদি সেখানে টিউশনি করে শুধু টিউশন ফি গ্রহণ করি; বোনাস গিফ্ট ইত্যাদি গ্রহণ না করি তাহলেও কি আমার জন্য এই টিউশনি করা জায়েয হবে না?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নের বর্ণনানুযায়ী আপনার জানামতে লোকটির সম্পূর্ণ আয় যেহেতু হারাম এবং আপনার টিউশন ফি ঐ হারাম উপার্জন থেকেই দেয়া হবে, তাই আপনার জন্য টিউশনি করে তার থেকে বেতন গ্রহণ করা বৈধ হবে না।
-আলমুহীতুল বুরহানী ৮/৬৩; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৫২; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যা ৩/৩৯০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم