প্রশ্ন
২০২২ সালে আমার বিয়ে হয়েছে। তখন আমি মহর সূত্রে আট ভরি স্বর্ণের মালিক হয়েছি। আমরা জানি, সাড়ে সাত ভড়ি স্বর্ণ থাকলে যাকাত ফরজ হয়। আমার কাছে সব সময় নগদ টাকা থাকে না। এ বছর আমার কাছে নগদ কিছু টাকা এসেছে। আমি চাচ্ছি, একসাথে কয়েক বছরের যাকাত অগ্রিম আদায় করে দিব। এভাবে কয়েক বছরের যাকাত একসাথে দিলে যাকাত আদায় হবে কি? বিষয়টির সঠিক সমাধান জানিয়ে উপকৃত করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
আপনি যেহেতু নেসাব পরিমাণ সম্পদের মালিক তাই আপনার জন্য কয়েক বছরের অগ্রীম যাকাত আদায় করা সহিহ হবে।
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, নবী কারীম (সা.) আব্বাস (রা.) থেকে দুই বছরের অগ্রীম যাকাত উসূল করেছিলেন।
-আলমুজামুল কাবীর তাবারানী, হাদিস: ৯৯৮৫; মুসান্নাফে আবদুর রায্যাক ৪/৮৬; মুসান্নাফে ইবনে আবী শাইবা ৬/৪৫৬; শরহু মুখতাসারিত তহাবী ২/২৬৬; কিতাবুল আছল ২/১২৩; বাদায়েউস সনায়ে ২/১৬৪; এলাউস সুনান ৯/৫৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم