প্রশ্ন
ঈদের খুশি প্রকাশ করার জন্য ঈদ মোবারক বলায় কোন সমস্যা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঈদের আনন্দ-খুশি প্রকাশ করার জন্য ঈদ মোবারক বা অন্য কোন সুন্দর কথায় দোয়া করা বৈধ। তবে সালাফদের মাঝে এ দিনে একে অপরকে ‘তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকুম’ বলার প্রচলন ছিল। তাই সেটি বলার মাধ্যমে খুশি প্রকাশ করা ভাল।
عن صفوان بن عمرو السكسكي قال رأيت عبد الله بن بسر المازني وخالد بن معدان وراشد بن سعد وعبد الرحمن بن جبير بن نفير وعبد الرحمن بن عائذ وغيرهم من الأشياخ يقول بعضهم لبعض في العيد تقبل الله منا ومنكم
‘সাফওয়ান ইবনে আমর বলেন: আমি আবদুল্লাহ ইবনে বুসর, খালেদ ইবনে মাদান, রাশেদ ইবনে সাদ, আবদুর রহমান ইবনে জুবাই, আবদুর রহমান ইবনে আয়িযসহ আরও অনেক মাশায়েখকে ঈদের সময় একে অপরকে বলতে দেখেছি, তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকুম।’ [তারীখে দিমাশক ২৪/১৫৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم