প্রশ্ন
পূজার সময় দেখা যায় অনেক মুসলমান পূজায় ঘুরতে যায়। আবার সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে সেখানে আমন্ত্রণ জানালে তারা সেখানে যায়। আমি জানতে চাচ্ছি, মুসলমানদের জন্য হিন্দুদের ধর্মীয় উৎসবে যাওয়া এবং মুবারকবাদ দেয়ার হুকুম কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
মুসলমানদের জন্য হিন্দুসহ বিধর্মীদের ধর্মীয় উৎসবে যাওয়া এবং মুবরাকবাদ দেয়া হারাম এবং তা কুফরীর নিকটবর্তী করে দেয়। সুতরাং এ থেকে বিরত থাকা সকল মুসলমানদের উপর আবশ্যক।
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন,
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ ﴿المائدة: ٢﴾
তরজমা: তোমরা সৎকর্ম ও তাক্বওয়ার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করবে। গুনাহ ও জুলুমের কাজে একে অপরকে সহযোগিতা করবে না।তোমরা আল্লাহকে ভয় করে চলো। নিশ্চয়ই আল্লাহর শাস্তি অনেক কঠিন। (সূরা মায়িদাহ, আয়াত: ২)
-ইমদাদুল ফাতাওয়া ৪/২৫৪; ফাতাওয়া কাসিমিয়া ২৪/২৫০-২৫১; আলবাহরুর রায়েক ৭/৩৬৪; রদ্দুল মুহতার ৬/৩৩০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم