প্রশ্ন
আমরা অনেক সময় অনেকের মুখে শুনি যে, আল্লাহ তাআলা রাসুল (সা.)-কে সৃষ্টি না করলে আসমান জমিন কোনোকিছু সৃষ্টি করতেন না। এটা কি সত্যি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রচলিত এই কথাটি হাদিসে কুদসী হিসেবে লোকমুখে প্রসিদ্ধ। তবে কথাটি নবীজীর হাদিস হিসেবে প্রমাণিত নয়। এটা একটা জাল বর্ননা। এব্যপারে হাদিস বিশেষজ্ঞরা একমত।
অতএব, এটা বলা থেকে বিরত থাকতে হবে। নয়তো নবীজীর নামে মিথ্যাচারের অভিযোগে আল্লাহ তাআলার সামনে দন্ডিত হতে হবে। নবীজীর আযমত, মুহাববত প্রকাশের জন্য জাল বর্ননার আশ্রয় নেয়ার প্রয়োজন নেই।
-রিসালাতুল মাওযুআত ৯; তাযকিরাতুল মাওযূআত ৮৬; আলমাসনু ১৫০; কাশফুল খাফা ২/১৬৪; আল লাউলউল মারসূ ৬৬; আল ফাওয়ায়েদুল মাজমূআ ২/৪১০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم