প্রশ্ন
লাইলাতুল কদরে কী ইবাদত করব? এ রাতের কি নির্দিষ্ট কোন ইবাদত আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
লাইলাতুল কদর অনেক ফযিলতপূর্ণ রজনী। হাদিস শরিফে আছে, তোমরা শেষ দশকের বেজোড় রাতগুলোতে তা তালাশ কর। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
مَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
‘যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় কদরে ইবাদত-বন্দেগী করবে তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে।’ [সহিহ বুখারি, হাদিস: ১৯০১]
তবে এ দিনের জন্য নির্দিষ্ট কোন ইবাদত নেই। তাই বিদআত থেকে বেঁচে থেকে নিজে নিজে এ রাতে যে কোন আমল করা যেতে পারে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم