প্রশ্ন
কুরআনের সূরাসমূহের নাম কে নির্ধারণ করেছেন? এক ব্যক্তি বলল, এই নামগুলো রাসূল (সা.) নির্ধারণ করেছেন। উক্ত ব্যক্তির কথা কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরআনের সূরা সমূহের নাম আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। রাসূল (সা.) ওহীর মাধ্যমে অবগত হয়ে সাহাবায়ে কেরামকে জানিয়ে দিয়েছেন।
হাদিস শরিফে এসেছে ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, ওসমান (রা.) বলেন,
كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِمَّا يَنْزِلُ عَلَيْهِ الآيَاتُ فَيَدْعُو بَعْضَ مَنْ كَانَ يَكْتُبُ لَهُ وَيَقُولُ لَهُ “ ضَعْ هَذِهِ الآيَةَ فِي السُّورَةِ الَّتِي يُذْكَرُ فِيهَا كَذَا وَكَذَا ” . وَتَنْزِلُ عَلَيْهِ الآيَةُ وَالآيَتَانِ فَيَقُولُ مِثْلَ ذَلِكَ وَكَانَتِ الأَنْفَالُ مِنْ أَوَّلِ مَا أُنْزِلَ عَلَيْهِ بِالْمَدِينَةِ وَكَانَتْ بَرَاءَةُ مِنْ آخِرِ مَا نَزَلَ مِنَ الْقُرْآنِ وَكَانَتْ قِصَّتُهَا شَبِيهَةً بِقِصَّتِهَا فَظَنَنْتُ أَنَّهَا مِنْهَا فَمِنْ هُنَاكَ وَضَعْتُهُمَا فِي السَّبْعِ الطُّوَلِ وَلَمْ أَكْتُبْ بَيْنَهُمَا سَطْرَ { بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ }
‘যখন রাসূল (সা.)-এর উপর কোন আয়াত নাযিল হত, তখন তিনি ওহী-লেখক কাউকে ডেকে বলতেন, এই আয়াতটি অমুক সূরার মধ্যে অমুক স্থানে রাখো। তাঁর উপর একটি কিংবা দু’টি আয়াত অবতীর্ণ হলেও তিনি ঐরূপ বলতেন। সূরা আনফাল প্রথম দিককার মাদানী সূরা এবং সূরা তওবা শেষের দিককার মাদানী সূরা। দু’টি সূরার বিষয়বস্তু প্রায় একই। সেজন্য সূরা দু’টিকে আমি পাশাপাশি রেখেছি। সেজন্য আমি দু’টি সূরার মাঝে বিসমিল্লাহ.. লিখিনি।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৭৮৬]
সুয়ুতি (রহ.) বলেন:
‘কুরআন মাজিদের আয়াতসমূহের বিন্যাস ও সূরাসমূহের নামকরণ সবই আল্লাহ কর্তৃক নির্ধারিত।’ [আল ইতকান ১/১৪৮]
সুতরাং উক্ত ব্যক্তির কথা সঠিক নয়। বরং আল্লাহ তাআলাই সূরাসমূহের নাম নির্ধারণ করে দিয়েছেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم