প্রশ্ন
আমি সূরা বাকারার অনেক ফজিলতের কথা শুনেছি। এখন ক্যাসেট প্লেয়ারে যদি সূরা বাকারা বাজানো হয়, তাহলে কি সূরা বাকারার সেই ফজিলত লাভ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিসে সূরা বাকারার অনেক ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে।
যেমন হাদিস শরিফে এসেছে,
عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال: لا تجعلوا بيوتكم مقابر إن الشيطان ينفِر من البيت الذي تقرأ فيه سورة البقرة
‘আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আছে যে, রাসূল (সা.) বলেন: তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘর থেকে শয়তান পালিয়ে যায়।’[সহিহ মুসলিম, হাদিস: ৭৮০]
এছাড়াও আরো অনেক ফজিলতের কথা হাদিসে উল্লেখ করা হয়েছে। তবে সূরা বাকারার এসকল ফজিলত ক্যাসেট প্লেয়ারে সূরা বাকারা বাজালে লাভ হবে কিনা তা মতানৈক্যপূর্ণ। এ ব্যাপারে শাইখ বিন বাযকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ক্যাসেট প্লেয়ারে সূরা বাকারা বাজালে এই ফজিলত লাভ হবে না।
মাজমুউ ফাতাওয়া বিন বায ২৪/৪১৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم