প্রশ্ন
আমার চাচী নেসাব পরিমাণ মালের মালিক। পাশাপাশি আমার চাচার উপর মহরে মুআজ্জাল বাবদ ২ লক্ষ টাকা তার পাওনা রয়েছে। আমার প্রশ্ন হলো, চাচী যখন যাকাত আদায় করবেন তখন মহরের সেই ২ লক্ষ টাকা হিসেবে ধরে কি সম্পূর্ণটার যাকাত আদায় করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যেহেতু মহরের টাকা আপনার চাচীর হস্তগত নয়, তাই তার উপর যাকাত আসবে না।
সুতরাং মহরের ঐ ২ লক্ষ টাকা বাদ দিয়ে বাকি সম্পদগুলো হিসেব করে যাকাত দিতে হবে।
আলমাবসূত, সারাখসী ২/১৯৫; আদ্দুররুল মুখতার ২/৩০৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭২; বাদায়েউস সানায়ে ২/৯০; আলবাহরুর রায়েক ২/২০৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم