প্রশ্ন
অনেক সময় আমরা আমাদের আত্মীয়-স্বজনকে দাওয়াত দিই। এদের মধ্যে বড়-ছোট সকলেই থাকে। তো এ ক্ষেত্রে তাদেরকে মেহমানদারি করার সময় কাকে আগে খাবার দিব? বড়কে না যে ডান দিকে থাকে, তাকে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামে বড়দেররকে যেভাবে সম্মান করতে বলা হয়েছে ঠিক তেমনিভাবে ডান দিককে প্রাধান্য দেওয়ার ব্যাপারেও গুরুত্ব দেওয়া হয়েছে।
হাদিস শরিফে এসেছে-
أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهَا حُلِبَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةٌ دَاجِنٌ وَهِيَ فِي دَارِ أَنَسِ بْنِ مَالِكٍ وَشِيبَ لَبَنُهَا بِمَاءٍ مِنْ الْبِئْرِ الَّتِي فِي دَارِ أَنَسٍ فَأَعْطَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقَدَحَ فَشَرِبَ مِنْهُ حَتَّى إِذَا نَزَعَ الْقَدَحَ مِنْ فِيهِ وَعَلَى يَسَارِهِ أَبُو بَكْرٍ وَعَنْ يَمِينِهِ أَعْرَابِيٌّ فَقَالَ عُمَرُ وَخَافَ أَنْ يُعْطِيَهُ الْأَعْرَابِيَّ أَعْطِ أَبَا بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ عِنْدَكَ فَأَعْطَاهُ الْأَعْرَابِيَّ الَّذِي عَلَى يَمِينِهِ ثُمَّ قَالَ الْأَيْمَنَ فَالْأَيْمَنَ
‘আনাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূল (সা.)-এর জন্য একটি গৃহপালিত বকরীর দুধ দোহন করা হলো এবং তাতে আনাস (রা.)-এর কূপের পানি মিশানো হলো। অতঃপর তা রাসূলুল্লাহ (সা.)-এর খিদমাতে পেশ করা হলো। তিনি তা পান করলেন। এ সময় তাঁর বাম পার্শ্বে ছিলেন আবূ বকর (রা.) এবং ডানে ছিল এক বেদুঈন। তখন উমর (রা.) বললেন: হে আল্লাহর রাসূল! (অবশিষ্ট অংশ) আবু বকর (রা.)-কে প্রদান করুন। কিন্তু তিনি তাঁর ডান পার্শ্বের সে বেদুঈনকেই দিলেন। অতঃপর বললেন: ডানদিকের ব্যক্তিরই হক প্রথমে।’ [সহিহ বুখারি, হাদিস: ২৩৫২]
উক্ত হাদিস থেকে সুস্পষ্টরূপে বুঝা যায় মেহামানদারি করার ক্ষেত্রে ডান দিককেই প্রাধান্য দিতে হবে। যদিও অপরদিকে বড় ও মহান ব্যক্তি থাকে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم