প্রশ্ন
আমাদের গ্রামে অনেক মহিলাকে দেখি মুরুব্বিদের পা ছুয়ে সালাম করে। এটা কি জায়েয?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মানুষের সাথে সাক্ষাতের একটি আদব হলো সালাম দেওয়া।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَدْخُلُواْ بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّىٰ تَسْتَأْنِسُواْ وَتُسَلِّمُواْ عَلَىٰٓ أَهْلِهَا
‘হে ঈমানদারগণ! তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারও গৃহে গৃহবাসীদের অনুমতি না নিয়ে ও তাদেরকে সালাম না দিয়ে প্রবেশ করো না।’ [সূরা নূর, আয়াত: ২৭]
ইসলামে সালামের জন্য নিধারিত নিয়ম রয়েছে। যেহেতু সালাম এটি ইসলামেরই একটি বিধান সুতরাং ইসলাম থেকেই এর নিয়ম বুঝে নিতে হবে।
ইসলামে সালামের নিয়ম হলো আসসালামু আলাইকুম বলা।
হাদিস শরিফে এসেছে,নবী (সা.) বলেছেন, ‘আল্লাহ যখন আদম (আ.)-কে সৃষ্টি করলেন তখন তাঁকে বললেন, ‘তুমি যাও এবং ঐ যে ফিরিশ্তামণ্ডলীর একটি দল বসে আছে, তাদের উপর সালাম পেশ কর। আর ওরা তোমার সালামের কী জবাব দিচ্ছে তা মন দিয়ে শুনো। কেননা, ওটাই হবে তোমার ও তোমার সন্তান-সন্তুতির সালাম বিনিময়ের রীতি।’ সুতরাং তিনি (তাঁদের কাছে গিয়ে) বললেন, ‘আসসালামু আলাইকুম’। তাঁরা উত্তরে বললেন, ‘আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ’। [সহিহ বুখারি, হাদিস: ৬২২৭]
পা ছুঁয়ে সালাম দেওয়া কিংবা স্বাভাবিকভাবে হাত উঁচিয়ে সালাম দেওয়া ইসলামের রীতি নয়। এগুলো বিজাতীয় সংস্কৃতি। তাই এগুলো থেকে বেঁচে থাকা জরুরি।
ইসলাম আমাদেরকে যেভাবে সালাম করতে শিখিয়েছে সেভাবেই সালাম করতে হবে। অন্য কোনো পন্থা গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم