প্রশ্ন
অপরের জন্য দোয়া করলে কি তা নিজের জন্য কবুল হয়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সকল মুসলমান ভাই ভাই। মুসলমান মাত্রই অন্য মুসলমানের কল্যাণ কামনা করবে। তাই প্রত্যেক মুসলমানের উচিৎ অপর মুসলমানের জন্য দোয়া করা। এর বিশেষ ফযিলতও রয়েছে।
হাদিস শরিফে এসেছে-
فان النبي صلى الله عليه وسلم كان يقول دعوة المرء المسلم لاخيه بظهر الغيب مستجابة عند رأسه ملك موكل كلما دعا لاخيه بخير قال الملك الموكل به آمين ولك بمثل
উম্মুদ দারদা (রা.) বলেন, রাসূল (সা.) বলতেন, এক মুসলমান যখন অপর মুসলমানের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তখন তা কবুল করা হয়। তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়। যখনই সে অপর মুসলমানের জন্য কল্যাণের দোয়া করে তখনই সেই ফেরেশতা বলে, আমীন, তোমাকেও যেন অনুরূপ দান করা হয়। [সহিহ মুসলিম, হাদিস: ৮৬]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم