প্রশ্ন
আমি মানত করেছি যে, আমি পরীক্ষায় পাশ করলে আমাদের এলাকার এক মাযারে মোমবাতি জ্বালাব। আমি জানতে চাচ্ছি, আমার এ মানত কি সঠিক হয়েছে? এটা পূরণ করা কি আমার জন্য জরুরি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কবরে বা মাযারে মোমবাতি জ্বালানোর যে প্রচলন সমাজে রয়েছে, তা শরিয়তের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম ও বিদয়াত। অগ্নিপূজার সাথে এর সাদৃশ্য রয়েছে। সুতরাং এর মানত করাও আপনার জন্য সঠিক হয়নি। এটা পালন করাও আপনার জন্য জরুরি নয়। বরং, এসকল যাবতীয় বিদআত থেকে তওবা করে একমাত্র আল্লাহ তাআলার কাছেই প্রার্থনা করা উচিত।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন,
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا
‘নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শরীক করাকে ক্ষমা করেন না। তিনি ক্ষমা করেন এ ছাড়া অন্যান্য পাপ, যার জন্য তিনি চান। আর যে আল্লাহর সাথে শরীক করে সে অবশ্যই মহাপাপ রচনা করে।’ [সূরা নিসা, আয়াত: ৪৮]
হাদিস শরিফে এসেছে,
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرَاتِ الْقُبُورِ، وَالْمُتَّخِذِينَ عَلَيْهَا الْمَسَاجِدَ وَالسُّرُجَ
‘ইবনে আব্বাস (রা.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) কবর যিয়ারাতকারী মহিলাদের অভিসম্পাত করেছেন। যারা কবরের উপর মাসজিদ নির্মাণ করে এবং কবরে বাতি জ্বালায় তাদেরকেও অভিসম্পাত করেছেন।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩২৩৬; সুনানে তিরমিযি, হাদিস: ৩২০; সুনানে নাসায়ী, হাদিস: ২১৮১; মিশকাত পৃ. ৭১]
আরেক হাদিসে এসেছে,
وَاللهِ إِنْ شَاءَ اللهُ لاَ أَحْلِفُ عَلَى يَمِينٍ فَأَرَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا إِلاَّ أَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ وَتَحَلَّلْتُهَا
‘আল্লাহর কসম! আমি কোনো কিছুর ওপর আল্লাহর ইচ্ছা মুতাবিক যখন কসম করি আর তার অন্যটির মাঝে কল্যাণ দেখতে পাই; তাহলে যেটা কল্যাণকর সেটাই করি আর কসমকে ভঙ্গ করি।’ [সহিহ বুখারি, হাদিস: ৬৬৮০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم