প্রশ্ন
এক ব্যক্তি কারো থেকে জমি ক্রয় করেছে এইভাবে যে, যদি পরবর্তীতে কোন সময়ে বিক্রেতা উক্ত জমির মূল্য ফিরিয়ে দিতে পারে তাহলে ক্রেতাও জমি ফেরত দিবে।
উল্লেখ্য, ক্রেতা উক্ত জমির প্রকৃত দাম দিয়ে ক্রয় করেনি বরং কম দাম দিয়ে ক্রয় করেছে। প্রশ্ন হলো, উক্ত লেনদেনটি বৈধ হয়েছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মূল্য ফেরত দিলে বিক্রিত বস্তু ফেরত দেয়ার শর্তে বিক্রয় করাকে ‘বাইউল ওয়াফা’ বলে। একে যদিও নামে বিক্রয় বলা হয় কিন্তু শরীয়তের দৃষ্টিতে এটা ঋণের বিনিময়ে বন্ধকী চুক্তি বলে বিবেচিত।
তাই এ ক্ষেত্রে রেহেন তথা বন্ধকের হুকুম প্রযোজ্য হবে। সে হিসেবে ক্রেতা তথা বন্ধকগ্রহীতা উক্ত বস্তু ভোগ বা তার দ্বারা কোনোভাবে উপকৃত হতে পারবে না।
ইবনে সিরীন (রহ.) থেকে বর্ণিত, জনৈক লোক ইবনে মাসউদ (রা.)-এর কাছে জিজ্ঞেস করল, এক ব্যক্তি আমার কাছে একটি ঘোড়া বন্ধক রেখেছে, তা আমি আরোহণের কাজে ব্যবহার করেছি। ইবনে মাসউদ (রা.) বলেন, তুমি আরোহণের মাধ্যমে এর থেকে যে উপকার লাভ করেছ, তা সুদ হিসেবে গণ্য হবে। [মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস : ১৫০৭১]
ফাতাওয়া আলমগীরী ৩/২০৯; আদ দুররুল মুখতার ৫/৮৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم