প্রশ্ন
কিছুদিন আগে আমি একটি ভিডিওতে দেখলাম, এক ব্যক্তি বলছেন, হযরত বেলাল (রা.) এর মুখে জড়তা ছিল। এ জন্য তিনি শীন উচ্চারণ করতে পারতেন না। এ জন্য রাসূল (সা.) বলেছেন, বেলালের সীন আল্লাহর নিকট শীন হিসেবে ধর্তব্য হবে। জানতে চাই, এ হাদিসটি কি সহিহ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, উপরোক্ত কথাটি লোকমুখে প্রচলিত একটি কথা। হযরত বেলাল (রা.) এর মুখে কোনো ধরনের জড়তা ছিল না।
আর রাসূলের (সা.) এর নামে বলা উল্লিখিত কথাটি যে বানোয়াট তা মুহাদ্দিসগণ স্পষ্ট করে বলে গিয়েছেন।
ইবনে কাসীর (রহ.) বলেন, এর কোনো ভিত্তি নেই। [আলবিদায়া ওয়ান নিহায়া-৭/১০৪]
মোল্লা আলী কারী (রহ.) বলেন, এর কোনো ভিত্তি নেই। [আলআছরারুল মারফুআ-২২৫]
কাউকজী (রহ.) বলেন, এর কোনো ভিত্তি নেই। [আললুউলুউল মারছু-১০০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم