প্রশ্ন
কোনো মহিলার উপর হজ্ব ফরজ হওয়ার পরও যদি হজ্বে না যেতে পারেন এবং হজ্ব না করেই মৃত্যুবরণ করেন তাহলে এক্ষেত্রে শরিয়তের বিধান কী
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কোনে মহিলার নিকট হজ্ব আদায়ের অর্থ থাকলেও কোনো মাহরাম সঙ্গী পাওয়া পর্যন্ত হজ্বে যাওয়া জায়েয নয়।
এ অবস্থায় তিনি মৃত্যু পর্যন্ত অপেক্ষা করবেন। যদি সঙ্গী খুজে পান তাহলে তো হজ্ব করে নিবেন।
আর যদি সঙ্গী না পান তাহলে মৃত্যুর পূর্বে বদলি হজ্ব করানোর অসিয়ত করে যাবেন।
আর অসিয়ত না করে গেলে ওয়ারিশগণ ইচ্ছা করলে তার পক্ষ থেকে বদলি হজ্ব করিয়ে নিতে পারেন।
রাসূলুল্লাহ (সা.)-এর খেদমতে হাজির হয়ে একজন নারী বললেন, ‘হে আল্লাহর রাসূল (সা.)! আমার আম্মা মারা গেছেন। আমি তার পক্ষ থেকে একটি দাসী আজাদ করে দিয়েছি। উত্তরে হজরত রাসূলুল্লাহ (সা.) বললেন, এর উত্তম প্রতিদান তিনি অবশ্যই পাবেন। অতপর ওই নারী আবার রাসূলকে (সা.) বললেন, তিনি হজ করেননি। আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারব? উত্তরে হজরত রাসূলুল্লাহ (সা.) বললেন, হ্যাঁ, করতে পারবে। -মুসলিম শরিফ
আলমুহীতুল বুরহানী ২/৪৮৭; রদ্দুল মুহতার ২/৭৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم