প্রশ্ন
পীর ধরা কি ফরজ? পীরের কাছে বায়আত হওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অন্তরকে রিয়া,হিংসা-বিদ্বেষ, অহংকার ইত্যাদি অভ্যন্তরীণ রোগ-ব্যাধি থেকে মুক্ত করে একনিষ্ঠচিত্তে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করা ফরজ। শরিয়তের পরিভাষায় যাকে ইহসান, তাযকিয়া বা আত্মশুদ্ধি বলে।
আল্লাহ তাআলা বলেন,
‘সেই সফল হয়েছে যে অন্তরকে পরিশুদ্ধ করেছে।’ [সূরা শামস, আয়াত: ৯]
তালীম, দাওয়াত ও তাবলীগ বা কোনো বুজুর্গের সোহবতের মাধ্যমে তা অর্জন করা সম্ভব।
তবে ফেতনা-ফাসাদের যামানায় হক্কানী উলামায়ে কেরাম সুন্নতের অনুসারী কোনো আল্লাহওয়ালার হাতে বায়আত হয়ে নফসের ইসলাহের প্রতি খুব বেশি গুরুত্ব দিয়ে থাকেন।
ইলাউস সুনান ২২৩৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم