প্রশ্ন
ইসলামে ছোঁয়াচে রোগ বলতে কিছু আছে কি? কেউ কেউ বলেন, ইসলামে ছোঁয়াচে রোগ বলতে কিছু নেই। অথচ ডাক্তাররা বিভিন্ন রোগকে ছোঁয়াচে রোগ বলেন। এ বিষয়ে বিস্তারিত জানতে চাই।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিস শরিফে বর্ণিত আছে, রাসূল (সা.) বলেন,
لا عَدْوَى وَلا طِيَرَةَ وَلا هَامَةَ وَلا صَفَرَ
‘রোগ সংক্রমণ, কুলক্ষণ, পেঁচা এবং সফর মাস বলতে কিছু নাই।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৭০৭]
এই হাদিস থেকে কেউ কেউ ভুল বুঝে থাকেন। তারা মনে করেন, এই হাদিসে ছোঁয়াচে রোগকে অস্বীকার করা হয়েছে।
আসলে বিষয়টি তেমন নয়।
মূল বিষয়টি হলো, এই হাদিসে রাসূল (সা.) জাহেলি যুগের একটি ভ্রান্ত বিশ্বাসের অপনোদন করেছেন।
জাহেলি যুগে লোকদের বিশ্বাস ছিলো, কিছু রোগ নিজে নিজে সংক্রমণের ক্ষমতা রাখে।
অথচ বাস্তবতা এমন নয়। কোনো রোগই নিজে নিজে সংক্রমণের ক্ষমতা রাখে না।
বরং আল্লাহ তাআলা সেই রোগের মধ্যে ক্ষমতা দেয়ার কারণেই তা সংক্রমিত হতে পারে।
উক্ত হাদিসে এই ভ্রান্ত বিশ্বাসকেই অপনোদন করা হয়েছে।
অন্যান্য হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসগণ উক্ত ব্যাখ্যাই করে থাকেন।
বাযলুল মাজহূদ ১৬/২৪২; শরহুন নববী ২/২৩০; ফয়যুল কাদীর ৬/৪৩৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم