প্রশ্ন
কারো কাছ থেকে বিদায় দেওয়া-নেওয়ার সময় দোয়া চাওয়া কি শরিয়ত সম্মত
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, বিদায় দেওয়া-নেওয়া সময় দোয়া চাওয়া শরিয়ত সম্মত। সাহাবাগণের মাঝেও এর প্রচলন ছিল। হাদিস শরিফে এসেছে,
‘ওমর ইবনে খাত্তাব (রা.) উমরায় যাওয়ার জন্য যখন রাসূল (সা.)-এর কাছে অনুমতি চাইলেন তখন তিনি তাকে অনুমতি দিয়ে বললেন, দেখ ভাই! আমাদের জন্য দোয়া করতে ভুলবে না কিন্তু।’
সুনানে আবু দাউদ, হাদিস: ১৪৯৮, জামে তিরমিযি, হাদিস: ৩৫৬২, মুসনাদে আহমদ ১/২৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم