প্রশ্ন
একজন হিন্দু ধর্মাবলম্বী ছেলে যদি ইসলাম ধর্ম গ্রহন করে তাহলে সে কি তার পরিবারের সাথে সময় কাটাতে পারবে? এবং তার মায়ের হাতে রান্না করা জিনিস খাওয়া বা জবাই করা মুরগির মাংস রান্না করলে কি খাওয়া জায়েয হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
হ্যাঁ! সে তার পরিবারের সাথে দেখা-সাক্ষাত এবং যোগাযোগ রক্ষা করতে পারবে। মা-বাবা অমুসলিম হলেও সন্তান তাদের সঙ্গে সদাচরণ করবে। আল্লাহর অবাধ্যতার প্রশ্ন না থাকলে তাদের নির্দেশ মান্য করবে। ঈমান ও ইসলামের হুমকি না থাকলে অমুসলিম মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। কেননা রাসুলুল্লাহ (সা.) তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছেন। আসমা বিনতে আবি বকর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.)-এর যুগে আমার মা রাগিবা (অমুসলিম) আমার কাছে এলেন। আমি রাসুল (সা.)-কে জিজ্ঞেস করলাম, তার সঙ্গে কি আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখব? তিনি বললেন, হ্যাঁ।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৯৭৮)
হাদিস শরিফে ইরশাদ হয়েছে রাসুলুল্লাহ (সা.) অমুসলিমদের দাওয়াত গ্রহণ করেছেন। তাদের রান্নাকরা খাবার খেয়েছেন এবং তাদের দেওয়া উপহারও গ্রহণ করেছেন। (বুখারি, হাদিস: ২৬১৫)
সুতরাং হিন্দু কিংবা অন্যান্য ধর্মাবলম্বীদের রান্নাকরা খাবার যেমন, মাছ-মাংস তরকারি ইত্যাদি খাওয়া জায়েজ। তবে র্শত হলো, যেন কোনোভাবেই হারাম না হয়। এবং তাদের কোনো প্রতিমা বা উপাস্যের নামে উৎস্বর্গিত না হয়।
তবে তাদের হাতের জবাই করা জিনিস আহার করা যাবে না। কিন্তু যদি কোনো মুসলিমের জবাইকৃত প্রাণীর মাংস তারা রান্না করে তাহলে ওপরোক্ত শর্তসাপেক্ষে তা আহার করা জায়েজ।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم