প্রশ্ন
আমাদের এলাকায় দুটি মসজিদ আছে। আমি প্রথম মসজিদের সামনে দিয়ে দ্বিতীয় মসজিদে নামাজ পড়তে যাই। এতে কি কোনো কুরআন হাদিস বিরোধী কাজ হয়?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে অন্য মসজিদে না গিয়ে মহল্লার আপনার নিকটস্থ মসজিদেই আপনার নামায পড়া উচিত। কেননা মহল্লার মসজিদ আবাদ করা মহল্লাবাসীর দায়িত্ব। তাই আপনি নিজেও সেখানে নামায পড়বেন এবং আশপাশের লোকজনকে ঐ মসজিদে গিয়ে নামায পড়তে এবং মসজিদটি আবাদ রাখতে উদ্বুদ্ধ করবেন।
হ্যাঁ, কখনো বা দৈনিক দুএক ওয়াক্ত সেই মসজিদে পড়া যেতে পারে, বাকি নিকটস্থ মসজিদ ছেড়ে সেই মসজিদেই স্থায়ীভাবে নামায পড়া শরীয়তের দৃষ্টিতে অপছন্দনীয়।
-খুলাসাতুল ফাতাওয়া ১/২২৮; ফাতাওয়া খানিয়া ১/৬৭; শরহুল মুনইয়া ৬১৩; রদ্দুল মুহতার ১/৬৫৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم