প্রশ্ন
শুনেছি, কাউকে নতুন কাপড় পরিহিত অবস্থায় দেখলে একটি দোয়া পড়তে হয়। সেই দোয়াটি কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কাউকে নতুন কাপড় পরিহিত দেখলে নিম্নোক্ত দোয়া পড়া-
تُبْلِىْ وَيُخْلِفُ الله تَعَالَى.
আবু নাযরাহ (রহ.) বলেন, সাহাবায়ে কেরামের রীতি ছিলো যখন তাদের কেউ নতুন পোশাক পরতেন তখন তাকে বলা হতে-
تبلى ويخلف الله تعالى.
[সুনানে আবু দাউদ, হাদিস: ৪০২২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم