প্রশ্ন
ছাত্রী প্রাইভেট পড়ানো যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ছাত্রী যদি প্রাপ্তবয়স্কা হয় তাহলে এমন ছাত্রীকে পড়ানো বৈধ নেই। কারণ, পর্দা রক্ষা করা ফরজ। এক্ষেত্রে নারী শিক্ষিকা দিয়ে পড়াতে হবে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
يَاأَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ
‘হে নবী! তুমি তোমার স্ত্রীদেরকে, তোমার কন্যাদেরকে আর মুমিনদের নারীদেরকে বলে দাও- তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয়।’ [সূরা আহযাব, আয়াত: ৫৯]
তবে যদি নারী শিক্ষিকা না পাওয়া যায় তাহলে পরিপূর্ণ শরয়ি পর্দা রক্ষা করার শর্তে এমন ছাত্রীকে পড়ানো যাবে।
আর যদি ছাত্রী অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে পড়ানো যাবে। শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা হবে না।
তাফসীরে ইবনে কাসীর ৩/৬৮৪; রদ্দুল মুহতার ৯/৫৩২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم