প্রশ্ন
এক ব্যক্তির সাথে কোন এক মহিলার অনৈতিক সম্পর্ক ছিল। কয়েক বছর পর ঐ লোক একটি মেয়েকে বিবাহ করে। পরবর্তীতে জানা যায়, যে মহিলার সাথে ঐ লোকের অনৈতিক সম্পর্ক ছিল এই মেয়েটি হল ঐ মহিলার সন্তান অর্থাৎ মেয়ের মা ঐ লোকের শ্বাশুড়ী। এখন প্রশ্ন হল এই বিবাহ কি বাকি থাকবে নাকি মেয়েকে তালাক দিতে হবে? অনুগ্রহপূর্বক দলীলসহ জানালে বাধিত থাকব।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
যদি কোন পুরুষ কোন মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয় অথবা কামভাব নিয়ে আবরণহীন তাকে স্পর্শ করে অথবা কামভাব সহকারে মহিলার লজ্জাস্থানের খানিকটা ভিতরাংশে তাকায় অথবা নারী পুরুষের লজ্জাস্থানে তাকায় তাহলে ঐ পুরুষের জন্য ওই মহিলার মা এবং মেয়ে সম্পূর্ণ হারাম হয়ে যায়। আর যদি সেই ব্যক্তি পূর্ব থেকেই ঐ মহিলার মেয়েকে বিবাহ করে থাকে, তাহলে তার সেই স্ত্রী চিরতরের জন্য হারাম হয়ে যাবে।
সুতরাং এই লোকের জন্য তার স্ত্রীকে রাখা কোনভাবেই বৈধ হবে না, বরং উভয়ের মধ্যে বিচ্ছেদ করে দিতে হবে।
-তাফসীরে ইবনে কাসীর, সূরাহ নিসা, আয়াত: ২৩; ফাতাওয়া আলমগীরী ১/২৭৪, ৬/৩৩০; রদ্দুল মুহতার ৪/১০৭-১০৯; ইমদাদুল ফাতাওয়া ২/৩২০; হিদায়া ২/৩০৯; আহসানুল ফাতাওয়া ৫/৪৫৪; ফাতাওয়া দারুল উলুম ৭/৩২৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم