প্রশ্ন
কেউ যদি নামাজে মাথা দ্বারা কোন ইশারা করে তাহলে কি তার নামাজ নষ্ট হয়ে যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজে যদি মাথা দ্বারা সাধারণ কিছু ইশারা করে তাহলে নামাজ নষ্ট হবে না। তবে এ ধরনের কাজ নামাজে করা উচিৎ নয়। এটি খুশু-খুযুর পরিপন্থী। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
‘নামাযরত ব্যক্তি যতক্ষণ এদিক সেদিক ভ্রুক্ষেপ না করে ততক্ষণ আল্লাহর (বিশেষ) রহমত তার প্রতি থাকে। আর যখন সে অন্য দিকে ভ্রুক্ষেপ করে তখন আল্লাহর (বিশেষ) রহমত তার থেকে সরে যায়।’ [সুনানে আবু দাউদ ১/১৩১]
তাই নামাজে এ ধরনের কাজ থেকে বিরত থাকবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم