প্রশ্ন
মসজিদ সংলগ্ন একটি মাজারে প্রতি বছর ওরস পালিত হয়। মসজিদের সভাপতি নিজেই উক্ত অনুষ্ঠানে ফিরনি ও তবারক নেওয়ার জন্য মুসল্লি ও সর্বস্তরের মহিলাদেরকে দাওয়াত দেন। যার ফলে বিরাট সমাগমের মাধ্যমে ওরস উদযাপিত হয়। প্রশ্ন হলো, এটা জায়েয আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রচলিত মাজারভিত্তিক ওরসের অনুষ্ঠান বিজাতীয় সংস্কৃতির ফসল। এতে রয়েছে বহু রকম অনৈসলামিক ও শরিয়ত পরিপন্থী কর্মকাণ্ড। মহিলা-পুরুষের লাগামহীন সমাগম এ ধরনের অনুষ্ঠানে হয়ে থাকে, যা কবরের পবিত্রতা পরিপন্থী। কুরআন, সুন্নাহ, ইজমা ও কেয়াসে এর কোনো ভিত্তি নেই। ইসলামের সোনালি যুগে এর কোনো অস্তিত্ব খুজে পাওয়া যায় না। এটা সম্পূর্ণ অবৈধ ও নাজায়েয।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
‘তোমরা তোমাদের ঘরকে কবর বানাবে না এবং কবরকে উৎসবের অনুষ্ঠান বানাবে না।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২০৪২]
তাই সর্বস্তরের মুসলমানদের জন্য এ ধরনের অবৈধ কাজ পরিহার করে সুন্নাত মুতাবেক কবর যেয়ারত, দোয়া, তেলাওয়াত ও ঈসালে সাওয়াবের মাধ্যমে কবরবাসীর জন্য ক্ষমা প্রার্থনা করা উচিৎ।
তফসীরে মাযহারী ২/৬৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم