প্রশ্ন
আমাদের মসজিদে জায়গা স্বল্পতার কারণে শুক্রবারে মুসল্লিদের জায়গা হয় না। তাই আমরা মসজিদের ছাদে নামাযের ব্যবস্থা করতে চাচ্ছি। বিন্তু সমস্যা হলো ছাদে উঠার জন্য সিঁড়ি বানানোর জায়গা নেই। মসজিদের সামনে একটি কবরস্থান আছে। এমতাবস্থায় নিচে ফাঁকা বা কবর রেখে উপরে দ্বিতীয় তলার জন্য সিঁড়ি বানানো যাবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
সাধারণ অবস্থায় কবরের উপর ছাদ দেওয়া নিষেধ। কিন্তু প্রশ্নোক্ত ক্ষেত্রে মসজিদের সিঁড়ির জন্য যদি বিকল্প কোনো ব্যবস্থাই না থাকে তবে ঐ স্থানেও সিঁড়ি বানানো যাবে। এক্ষেত্রে কবরস্থান কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নিবে। এবং সিঁড়ির নিচে স্পষ্টত কোনো কবরের চিহ্ন রাখা যাবে না; বরং জায়গাটি সমতল করে দিবে এবং সিঁড়ির নিচে নতুন করেও কোনো কবর দেয়া যাবে না। অর্থাৎ পুরনো কবরকে নিশ্চিহ্ন করে দিয়ে সেখানে সিঁড়ি বানানো যাবে।
-উমদাতুল কারী ৪/১৭৯; রদ্দুল মুহতার ৪/৩৭৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم