প্রশ্ন
আমি মাদরাসায় পড়াশোনা করি। আমার বাবা, ভাই কেউ নেই। আমি টিউশনি করে কিছু টাকা সঞ্চয় করেছি। তাছাড়া আমার উপার্জনের অন্য কোনো পথ নেই। একজন আলেম আমাকে বললেন যে, আমি উনাকে মুদারাবা হিসেবে ৫০,০০০/- টাকা দিলে সে আমাকে মাসে দুই হাজার বা আড়াই হাজার টাকা লাভ দিবেন এবং আমার মূল টাকা আমি চাইলে যেকোনো সময় নিতে পারব। এখন হুজুরের নিকট জানতে চাচ্ছি, এই পন্থায় টাকা নেওয়া বৈধ হবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নে উল্লেখিত পন্থায় ব্যবসার জন্য টাকা দেওয়া জায়েয হবে না। কেননা এতে নির্দিষ্ট অংকে ২০০০/২৫০০ টাকা মুনাফা গ্রহণের চুক্তি করা হয়েছে। দ্বিতীয়ত মূল টাকা অক্ষতভাবে ফেরৎ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। যেহেতু উক্ত দুটি বিষয়ই সুদী চুক্তির বৈশিষ্ট্য তাই এমন চুক্তি থেকে বিরত থাকা আবশ্যক।
উল্লেখ্য যে, ঐ ব্যক্তির যদি বাস্তবেই কোনো হালাল ব্যবসা থাকে, তাহলে তার ব্যবসায় আপনি মুদারাবা ভিত্তিতে বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগের শরীয়তসম্মত আরো পন্থা রয়েছে। বিস্তারিত জানতে হলে নির্ভরযোগ্য কোনো ফতোয়া বিভাগ থেকে জেনে নিতে পারেন।
-কিতাবুল আছল ৪/১২৯; কিতাবুল আসার, ইমাম মুহাম্মাদ ৭৬৪; বাদায়েউস সনায়ে ৫/১১৯; শরহুল মাজাল্লাহ, খালেদ আতাসী ৪/৩৩৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم