প্রশ্ন
একদিন আমি রান্নার সময় দেখি, বাসায় লবণ নেই। তাই পাশের বাসার আন্টির কাছ থেকে এক প্যাকেট লবণ ধার নেই। কিন্তু তাকে আর সেটি পরিশোধ করি নি। এদিকে কিছুদিন হল লবণের দাম অনেক বেড়ে গেছে। প্রায় দ্বিগুণের কাছাকাছি। এখন আমি জানতে চাচ্ছি, আমাকে দাম বেশি হলেও কি এক কেজি লবণই পরিশোধ করতে হবে? নাকি পূর্বের মূল্য বা সে হিসেবে বর্তমানে যে পরিমাণ লবণ হয় তা পরিশোধ করলেও চলবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
কোনো বস্তু ধার নিলে নিয়ম হল, হুবহু ঐ বস্তুই সমপরিমাণ ফেরৎ দেওয়া। তাই বর্তমান বাজারে লবণের মূল্য বেশি হলেও আপনাকে সমপরিমাণ লবণই পরিশোধ করতে হবে। এর চেয়ে কম দেওয়া বা পূর্বের মূল্য দেওয়া জায়েয হবে না।
-রদ্দুল মুহতার ৫/১৬১-১৬২; আলমুহীতুল বুরহানী ২৩/২০৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم