প্রশ্ন
আমার সামনের একটি দাঁত পড়ে যাওয়ার পর তা আর নতুনভাবে উঠেনি। এখন আমি চাচ্ছি দাঁতটি অপারেশনের মাধ্যমে লাগিয়ে নিতে। যা আমি মরে গেলেও আমার সাথে চলে যাবে। আমি জানতে চাচ্ছি, শরীয়তে কি এটা জায়েয আছে? যদি স্বর্ণ বা রূপার দাঁত লাগাই সেটা কি জায়েয হবে? দলিলসহ জানালে উপকৃত হব।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
হাঁ, আপনি নতুন দাঁত লাগাতে পারবেন। আর স্বর্ণ বা রূপার দাঁত স্থায়ীভাবে লাগানোও জায়েয। হাদিস শরিফে এসেছে,
عَنْ عَبْدِ اللَهِ بْنِ عَبْدِ اللَهِ بْنِ أُبَيٍّ أَنَ ثَنِيَتَهُ أُصِيبَتْ مَعَ رَسُولِ اللَهِ – صَلَى اللَهُ عَلَيْهِ وَسَلَّمَ – فَأَمَرَهُ أَنْ يَتَخِذَ ثَنِيَةً مِنْ ذَهَبٍ.
রাসূল (সা.)-এর সাথে কোনো যুদ্ধে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই (রা.)-এর সামনের দাঁত পড়ে যায়। তখন রাসূল (সা.) তাকে স্বর্ণের দাঁত লাগানোর নির্দেশ দেন।’ (মুসনাদে বাযযার, হাদিস: ৩০১১; মাজমাউয যাওয়ায়েদ, হাদিস: ৮৭১৩)
উল্লেখ্য, স্থায়ীভাবে স্বর্ণ বা রুপার দাঁত লাগানো হলে মৃত্যুর পর তা খুলবে না।
-শরহু মুশকিলিল আসার ৪/৩৫-৩৯; এলাউস সুনান ১৭/২৯৫; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/১৩১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم