প্রশ্ন
আমার বড় ভাইয়া তার বিয়েতে অনেকগুলো স্বর্ণের আংটি উপহার পায়। সেখান থেকে ভাইয়া আমাদের তিন ভাইকে একটি করে আংটি উপহার দেয়। আমি জানি, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। সবাইকে বিষয়টি জানালে তারা তা থেকে বিরত হয়। কিন্তু আমার ছোট ভাই, যার বয়স দশ বছর ভাইয়া তাকে ছোট করে একটি আংটি বানিয়ে দেয় এবং বলে, ছোটদের আবার নিষেধাজ্ঞা আছে নাকি? এখন আমি জানতে চাই, ছোটদের জন্য স্বর্ণ ব্যবহার করা বৈধ হবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ছোট ছেলেদেরকেও স্বর্ণ ব্যবহার করতে দেওয়া নাজায়েয। এতে তার অভিভাবকের গুনাহ হবে। হাদিসে এসেছে, আলী (রা.) বলেন,
إن نَبِي اللهِ صَلَى الله عَلَيهَ وَسَلم أَخَذَ حَرِيراً فَجَعَلَه فِي يَمِينِه، وَأَخَذَ ذَهَباً فَجَعَلَه فِي شِمَالِه، ثم قَالَ: إنَ هذَينِ حَرَامٌ عَلى ذُكُورِ أُمَتي.
নবী কারীম (সা.) তাঁর ডান হাতে রেশমি কাপড় আর বাম হাতে স্বর্ণ নিয়ে বললেন, এই দুটি আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। (সুনানে আবু দাউদ, হাদিস: ৪০৫৪; সুনানে নাসায়ী ৮/১৬০)
ফকীহগণ বলেন, উপরোক্ত হাদিসের নিষেধাজ্ঞাটি ছোটদেরকে পরানোর ক্ষেত্রেও প্রযোজ্য। অতএব বড়রা পরালে তাদের গুনাহ হবে।
-শরহু মুখতাসারিত তহাবী ৮/৫২৯-৫৩০; জামিউ আহকামিস সিগার ১/২১২; তাবয়ীনুল হাকায়েক ৭/৩৭; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৩১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم