প্রশ্ন
আমি মাঝে মাঝেই কাজের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে টেকনাফ যাতায়াত করি। সফরে কসর করতে হয় এ মাসআলা আমি জানতাম। কিন্ত কখনো কখনো সফরের সময় তা আমার স্মরণ থাকত না। তাই পথিমধ্যে আসর ও মাগরিব পূর্ণ নামাযই আদায় করতাম। হুযুরের কাছে জানতে চাচ্ছি, আমার জানা থাকা সত্ত্বেও এতদিন যাবৎ আমি যে সফর অবস্থায় পূর্ণ নামায পড়েছি এর কী হুকুম? উক্ত নামাযগুলো আমাকে কি পুনরায় আদায় করে নিতে হবে? আমার তো সব স্মরণও নেই। বিস্তারিত জানালে খুশি হব।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
সফর অবস্থায় চার রাকাত ফরয নামায দু’রাকাত পড়া ওয়াজিব। ইচ্ছাকৃত চার রাকাত পড়া গুনাহ। তবে চার রাকাত পড়ে নিলেও ফরয আদায় হয়ে যায়। আর ভুলবশত চার রাকাত পড়ে ফেললে সাহু সিজদা ওয়াজিব হয়। তাই সামনে থেকে সতর্ক থাকবেন। আর চার রাকাত পূর্ণ করলে যেহেতু ফরয আদায় হয়ে যায় তাই পেছনের নামায নিয়ে দুঃশ্চিন্তা করবেন না। অবহেলাবশত যা হয়েছে তার জন্য তওবা-ইস্তিগফার করে নিবেন।
উল্লেখ্য, চার রাকাতবিশিষ্ট ফরয নামাযের কসর দুই রাকাত। কিন্তু তিন রাকাত বা দু’রাকাতবিশিষ্ট ফরযের কোনো কসর নেই। তাই সফর অবস্থাতেও মাগরিব তিন রাকাত এবং ফজর দু’রাকাতই পড়তে হবে।
-আলমাবসূত, সারাখসী ১/২২৯; কিতাবুল আছল ১/২৩৫; আদ্দুররুল মুখতার ২/১২৮; আলবাহরুর রায়েক ২/১৩০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم