প্রশ্ন
আমার এক চাচা চার সন্তান রেখে মারা যায়। তার মিরাসী সম্পত্তি সন্তানদের মাঝে বণ্টন করলে প্রত্যেকের উপর হজ্ব ফরজ হবে। কিন্তু পারিবারিক জটিলতার কারণে এখনো সম্পদ বণ্টন করা হয়নি। এখন জানার বিষয় হল এ মুহূর্তে তাদের উপর হজ্ব ফরজ হবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন না হলেও তাতে ওয়ারিশদের এজমালী মালিকানা প্রতিষ্ঠিত হয়ে যায়। তাই প্রশ্নোক্ত অবস্থায় সম্পত্তি যদি বাস্তবেই এ পরিমাণ হয় যে, ওয়ারিশদের মাঝে বণ্টন করা হলে তাদের প্রত্যেকের অংশ দ্বারা তাদের প্রয়োজনীয় খরচাদি বহন করার পরও এতটুকু সম্পদ অবশিষ্ট থাকবে, যার দ্বারা হজ্বের খরচও হয়ে যায় তাহলে সম্পত্তি বণ্টন করা না হলেও তাদের উপর হজ্ব ফরয হয়ে গেছে। এখন তাদের কর্তব্য, যত দ্রুত সম্ভব নিজ নিজ অংশ বুঝে নিয়ে ফরয হজ্ব আদায় করা।
-আহকামুল কুরআন, জাস্সাস ২/১০৫; মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যা, মাদ্দা : ১০৬০; বাদায়েউস সনায়ে ২/১২৩, ২৯৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم