প্রশ্ন
আমার এক প্রতিবেশীর স্ত্রীর মা-বাবা খুব অসুস্থ। দীর্ঘদিন রোগাক্রান্ত থাকায় তারা অনেক দুর্বল হয়ে গেছে। দৈনন্দিন প্রয়োজন পূরণ করার সক্ষমতাও তাদের নেই। তাই তার স্ত্রী মা-বাবার সেবা-যত্ন করার জন্য তাদের কাছে যেতে চায়; কিন্তু তার স্বামী অনুমতি দেয় না। এ পরিস্থিতিতে সে কি স্বামীর কথা না মেনে মা-বাবার খেদমত করার জন্য যেতে পারবে? দয়া করে জানালে কৃতজ্ঞ হব।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে স্বামীর কর্তব্য স্ত্রীকে মা-বাবার প্রয়োজনীয় খেদমতের জন্য যেতে দেয়া। কিন্তু স্বামী যদি কিছুতেই যাওয়ার অনুমতি না দেয়, আর মা-বাবার এমন কোনো সন্তান বা এমন কেউ না থাকে যে তাদের সেবাযত্ন করবে তাহলে মহিলার জন্য স্বামীর অনুমতি ছাড়াই মা-বাবার খেদমতে যাওয়া জায়েয হবে। কেননা স্ত্রীর উপর যেমনিভাবে স্বামীর হক আছে তেমনি সন্তানের উপর পিতা-মাতারও শরীয়ত কর্তৃক কিছু নির্ধারিত হক আছে। বিয়ের পরও সেসব হক অবশিষ্ট থাকে। তাই মা-বাবা বৃদ্ধ হয়ে গেলে বা বেশি অসুস্থ হয়ে পড়লে এবং মেয়ে ছাড়া অন্য কেউ সেবা করার মত না থাকলে তার কর্তব্য হয়ে যায় তাদের খেদমত করা। এক্ষেত্রে স্বামীর বাধা দেয়ার অধিকার নেই।
-ফাতহুল কাদীর ৪/২০৮; আলমুহীতুল বুরহানী ৪/২৩৬; ফাতাওয়া খানিয়া ১/৪৪৩; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৩০৮; আদ্দুররুল মুখতার ৩/৬০৩; আলবাহরুর রায়েক ৪/১৯৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم