প্রশ্ন
আমি একটি ল্যাপটপ দুই বছর ব্যবহার করার পর আমার বন্ধুর নিকট ৪০,০০০/- টাকায় বিক্রি করেছিলাম। সে ২০,০০০/- টাকা নগদ দিয়েছে। আর বাকি ২০,০০০/- টাকা পরিশোধের জন্য দুই মাস সময় নিয়েছে। কিন্তু দুই মাসে মাত্র ১৪,০০০/- টাকা পরিশোধ করে বাকি টাকা পরিশোধের জন্য আরো এক মাস সময় চেয়ে নিয়েছে। ঘটনাক্রমে সেই মাসেই পারিবারিক কলহের মামলায় আসামী হয়ে আত্মগোপন করে। এর কিছুদিন পর আমার সাথে ফোনে যোগাযোগ করে বলে, আমি বাকি ছয় হাজার টাকা পরিশোধ করতে পারব না। তুমি চাইলে ল্যাপটপটি ৩০,০০০/- টাকায় কিনে নিতে পারো এবং তোমাকে পরিশোধ করা ৩৪,০০০/- টাকার মধ্যে ৪০০০/- টাকা রেখে বাকি ৩০,০০০/- টাকা আমার স্ত্রীর নিকট পৌঁছে দিও। ল্যাপটপটি আমার বাড়িতেই রাখা আছে। জানার বিষয় হল, আমি কি আমার ল্যাপটপটি তার নিকট হতে পুনরায় ক্রয় করতে পারব?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ল্যাপটপটির আংশিক মূল্য যেহেতু বাকি আছে তাই এ অবস্থায় বিক্রিত মূল্যের চেয়ে কম দামে আপনার জন্য ল্যাপটপটি ক্রয় করা জায়েয হবে না। আপনার বন্ধু বাকি টাকা পরিশোধে অক্ষম হলে এবং আপনি ল্যাপটপ নিতে চাইলে গৃহিত পূর্ণ মূল্য ফেরৎ দিয়ে তা নিতে পারবেন।
-মুসান্নাফে আবদুর রায্যাক, হাদিস: ১৪৮১২; ফাতহুল কাদীর ৬/৬৮; বাদায়েউস সনায়ে ৪/৪২৬; আলমুহীতুল বুরহানী ৯/৩৮১; আলবাহরুর রায়েক ৬/৮৩; রদ্দুল মুহতার ৫/৭৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم