প্রশ্ন
ব্যাংকে আমার পিতার কিছু টাকা ছিল। আমার পিতা ইন্তেকাল করার পর ব্যাংক ঐ টাকার সুদসহ হিসাব করে আমাদের নামে দিয়ে দিয়েছে। এখন এই টাকা আমাদের জন্য হালাল হবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
জমাকারী মূল ব্যক্তির জন্য সুদ গ্রহণ করা যেমন হারাম তদ্রুপ তার ওয়ারিশদের জন্যও তা ভোগ করা হারাম। এজন্য সুদের টাকা ওয়ারিশদের মাঝে বণ্টন করা জায়েয হবে না। এ টাকা সওয়াবের নিয়ত ছাড়া গরীব-মিসকীনদেরকে সদকা করে দিতে হবে। আর একাউন্টের মূল জমাকৃত টাকা যেহেতু আপনার পিতার ছিল তাই এ টাকা আপনারা শরীয়তের মীরাসনীতি অনুযায়ী বণ্টন করে নিবেন।
-ফাতাওয়া খানিয়া ৩/৪২৯; আদ্দুররুল মুখতার ৬/৩৮৫; রদ্দুল মুহতার ৫/৯৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم