প্রশ্ন
আমার বাবা গত মাসে ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগে তিনি একটি অসিয়তনামা লিখে যান। তাতে লিখা ছিল-
‘আমার উপর প্রায় ২০ টি কসমের কাফফারা অবশিষ্ট রয়েছে। তোমরা সেগুলো আমার রেখে যাওয়া সম্পদ থেকে আদায় করে দিও।’
আমরা সকল ওয়ারিশগণ তার কসমের কাফফারা আদায় করতে প্রস্তুত রয়েছি। জানতে চাচ্ছি, তাঁর সবক’টি কসমের জন্য একটি কাফফারা আদায় করলে যথেষ্ট হবে নাকি প্রত্যেকটির জন্য আলাদা আলাদা কাফফারা লাগবে? আর কসমের কাফফারা আদায়ের নিয়ম কী হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
যতগুলো কসম ভঙ্গ হয়েছে সবগুলোর জন্য পৃথক পৃথক কাফফারা আদায় করা জরুরি। সবগুলোর জন্য একটি কাফফারা আদায় করা যথেষ্ট নয়। প্রত্যেকটি কাফফারার জন্য প্রাপ্তবয়স্ক দশজন দরিদ্রকে দু’বেলা তৃপ্তিসহকারে আহার করানো বা দু’বেলা খাবারের মূল্য দিয়ে দেওয়া অথবা তাদের প্রত্যেককে একজোড়া পরিধেয় বস্ত্র দেওয়া আবশ্যক।
-সূরা মায়েদা, আয়াত: ৮৯; আলমাবসূত, সারাখসী ৮/১৫৭; ফাতহুল কাদীর ৫/২, ৪/৩৬৫; আদ্দুররুল মুখতার ৩/৭২৫; রদ্দুল মুহতার ৩/৭১৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم