নিরাপদে_পূজা পালনের সম্পূর্ণ সুযোগ পাবে সনাতন ধর্মের ভাইবোনেরা। ইসলামী বিধানই হলো অন্য সকল ধর্মের লোকদেরকে নিরাপদে তাঁদের পূজা অর্চনা করার সুযোগ দেওয়া মুসলিম জনতার ঈমানী ও নৈতিক দায়িত্ব। কোন ঈমানদার অমুসলিমদের বন্দেগিতে ক্ষতি করবে না, বাধা দিবে না তাঁদের জানমালের কোন ধরনের অনিষ্ট করবে না প্রয়োজনে অমুসলিমদের মন্দির ও উপাসনালয় পাহারা দিতে মুসলিম সমাজ বদ্ধপরিকর। #ধর্ম_মন্ত্রণালয় ও ইসলামের নেতৃবৃন্দ এ ব্যাপারে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছন।বিশিষ্ঠ উলামায়ে কেরামদের সাথে নিয়ে রমনার কালী মন্দির পরিদর্শন। আল্লাহ তাআলা বিশ্বের মাঝে সর্বাধিক সম্প্রীতির দেশ আমাদের এই প্রিয় বাংলাদেশকে হেফাজত করুন সকলেই যার যার ধর্ম সম্পূর্ণ অধিকার নিয়ে নিরাপদে পালন করার তৌফিক দিন। কোন দুষ্কৃতিকারীরা যাতে দেশের ভাব-মর্যাদা বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দিন আমিন।