প্রশ্ন
আমার মামা বৃদ্ধ হয়ে গেছেন। তার উপর হজ্ব ফরয। কিন্তু হজ্বে যাওয়ার সামর্থ্য নেই। অন্যকে দিয়ে বদলী হজ্ব করাতে চান। মামার এক প্রতিবেশী সরকারি মুআল্লিম। তিনি বাংলাদেশ থেকে সরকারি খরচে মক্কা যান। হাজ্বীদের খেদমত করে এবং নিজেও হজ্ব করে। তিনি মামাকে বললেন, আমি আপনার বদলী হজ্ব করে দিব। পুরো খরচ দিতে হবে না। ১ লক্ষ ২০ হাজার টাকা দিলেই চলবে। কেননা আমার তো খরচ নেই। তাই আপনার থেকে কম নিব। এখন আমার মামা কি তাকে দিয়ে বদলী হজ্ব করাতে পারবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
বদলী হজ্বের ক্ষেত্রে মুখ্য বিষয় হল, হজ্বের খরচাদি প্রেরণকারীর পক্ষ থেকে ব্যয় হওয়া এবং যাকে প্রেরণ করা হচ্ছে সে ঐ ব্যক্তির পক্ষ থেকেই যাওয়া। প্রশ্নোক্ত ক্ষেত্রে এই বিষয়গুলো অনুপস্থিত। কেননা উক্ত সরকারি মুআল্লিম মূলত যাচ্ছেন এজেন্সির কাজে সরকারি খরচে। তিনি আপনার মামার পক্ষ থেকে হজ্ব করার জন্য যাচ্ছেন না। আর বদলী হজ্ব বাবদ তিনি যে টাকা নিচ্ছেন তাও হজ্বের কাজে ব্যবহার হচ্ছে না। কারণ যাতায়াত ভাড়া ও মৌলিক খরচাদি তো ঐ ব্যক্তি তার নিয়োগকর্তা থেকে পাচ্ছেন। তাই এভাবে বদলী হজ্ব আদায় হবে না। বদলী হজ্বে পাঠাতে হবে এমন ব্যক্তিকে, যে শুধু ঐ লোকের হজ্ব আদায়ের উদ্দেশ্যেই তার খরচে যাবে।
-ফাতাওয়া হিন্দিয়া ১/২৫৭; আলবাহরুর রায়েক ৩/৬১; রদ্দুল মুহতার ২/৬০০; গুনয়াতুন নাসিক পৃ. ৩২৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم